রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের জোট ‘ইউনাইটেড ফর রাইটস’ আংশিক প্যানেল ঘোষণা করেছে। তবে শীর্ষ তিন পদে (ভিপি, জিএস, এজিএস) কোনো প্রার্থী রাখা হয়নি।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী নাবিল বিন জাকির প্যানেল ঘোষণা করেন।প্যানেলে মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাকসুর সবচেয়ে বয়স্ক প্রার্থী ও ভোটার শাহরিয়ার মোর্শেদ খান (৫১)। এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন— সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে তালহা হোসেন, সংস্কৃতি সহ-সম্পাদক রেজওয়ান করিম, মহিলা বিষয়ক সহ-সম্পাদক হাসনাহেনা বর্ষা, তথ্য ও গবেষণা সম্পাদক ইফতেখার আলম দ্রুব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. নাবিল বিন জাকির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিজয় কৃষ্ণ দাস, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাসেল রানা, পরিবেশ...