বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হলে যুক্তরাষ্ট্র বাংলাদশি পণ্যে পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমানোর আশ্বাস দিয়েছে। ইতোমধ্যেই বাণিজ্য ঘাটতিও কমা শুরু করেছে এবং তারা অগ্রগতিতে সন্তুষ্ট। শিগগির এ বিষয়ে উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হবে। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কার্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কিছুটা কমাতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে আজ ঢাকায় এসেছে প্রতিনিধি দলটি। শেখ বশিরউদ্দীন বলেন,...