ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অ্যাকাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করতে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির। রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির নেতারা এই তথ্য জানান। ভবনগুলোর মধ্যে রয়েছে, কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও ব্যবসায় শিক্ষা ভবন। সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, আমরা দীর্ঘ একবছর ধরে কাজ পরিচালনা করেছি। তার অংশ হিসেবে আজকের আয়োজন...