আমেরিকার আরোপ করা পাল্টা শুল্ক কমাতে দেশটি থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার সচিবালয়ে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমেরিকার আরোপ করা শুল্ক ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার জন্য ইউএসটিআরের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় অগ্রগতি হয়েছে। দুই দেশের বাণিজ্য ঘাটতি আরও কমিয়ে আনার চেষ্টা চলছে। বর্তমানে ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে। ঘাটতি কমানো প্রধান্য পাবে, সেই বিষয়টা জানিয়েছি। তারা সন্তোষ প্রকাশ করেছেন। এক মাসের মধ্যেই আমেরিকার সঙ্গে চুক্তির সময় নির্ধারণ হবে।’ শেখ বশির বলেন, ‘আমেরিকা থেকে কৃষিপণ্য এবং জ্বালানি আমদানি করে বাণিজ্য ঘাটতি কমাতে হবে। তাহলে আরোপিত শুল্ক ১৫ শতাংশ করার ব্যাপারে আলোচনা হবে।...