জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকেই করপোরেট ট্যাক্স অনলাইনে দাখিল করা যাবে। একইসঙ্গে করপোরেট ট্যাক্স ও ইনকাম ট্যাক্সের জন্য আলাদা অ্যাপ চালু করা হবে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর এনবিআর মাল্টিপারপাস হলে ‘ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা করপোরেট ট্যাক্স অনলাইনে দাখিলের উদ্যোগ নিয়েছি। করপোরেট ও ইনকাম ট্যাক্সের জন্য একটি অ্যাপ তৈরি করা হবে। এতে করদাতাদের দৌড়াদৌড়ি কমবে, সময় বাঁচবে এবং ঘরে বসেই সব কাজ সম্পন্ন করা যাবে।’ তিনি আরও বলেন, ‘নতুন অ্যাপের বড় সুবিধা হলো—এটি আমরা নিজেরাই তৈরি করেছি। ফলে কোনও সমস্যা হলে দ্রুত সমাধান সম্ভব হবে। এভাবে একটি নিজস্ব ডাটাবেজ গড়ে উঠবে, যা ভবিষ্যতে ট্যাক্স ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে।’ ব্যাংকিং খাতের সঙ্গে সিস্টেম সংযুক্ত করার...