জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আগামী বছর থেকে আমরা করপোরেট কর অনলাইনে দাখিলের সুবিধা নিয়ে আসবো। আমরা সেই স্বপ্ন দেখছি, আপনারা যদি সহযোগিতা করেন তবে সেটা বাস্তবায়ন করবো। তিনি বলেন, করপোরেট কর অনলাইনে দাখিল হলে দৌড়াদৌড়ি কমে যাবে। তখন গ্রাহকদের জন্য নানা পরিকল্পনা করতে পারব। যাতে করে কর সংশ্লিষ্ট সব কাজ ঘরে বসেই করা যায়। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টিটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। টিআরএমএস সফটওয়্যার প্রসঙ্গে আবদুর রহমান খান বলেন, এখানে সবগুলো কাজ অনলাইনে হচ্ছে। এই সিস্টেমের বড় সুবিধা হলো নিজেরা তৈরি করেছি। তাই কোনো সমস্যা হলে বেগ পেতে হবে...