ছোট জায়গা মানেই সৃজনশীলতার জন্য আরও সুযোগ। শরৎকালের আগমনে ঘর সাজানোর আনন্দই আলাদা। অনেকেই এই সময়ে প্রিয় শীতল চাদর, কুশন, আর ঘ্রাণমাখা মোমবাতি ব্যবহার করে বাড়িকে আরামদায়ক করে তোলেন। তবে যারা ছোট বাসায় থাকেন, তাদের জন্য সাজসজ্জার কাজটা কখনও কখনও সীমাবদ্ধ মনে হতে পারে। অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “ছোট জায়গার ঘরগুলোকে বহুমুখীভাবে ব্যবহার করতে হয়। অনেক সময় এগুলো শুধুই কার্যকরী মনে হয়, তবে হয়ে ওঠে আনন্দহীন। অথচ সঠিক সাজসজ্জার মাধ্যমে জায়গা বড় দেখাতে ও উষ্ণতা যোগ করে বরং নিজের ব্যক্তিত্ব প্রকাশ করা যায়।” কুশন সবসময়ই বসার ঘরকে উষ্ণতা ও গভীরতা দেওয়ার অন্যতম উপাদান। কয়েকটি সুন্দর কুশন মুহূর্তেই ঘরে প্রাণ যোগ করতে পারে। কারণ কিছু কিছু কুশন যে কোনো ঘরে উষ্ণতা ও আরাম যোগ করতে সক্ষম। ঘরের রংয়ের সঙ্গে মিল রেখে...