ফরিদা পারভীনের শূন্যতা পূরণ হবার নয়। তিনি ছিলেন বাংলা গানের অসামান্য এক শিল্পী। আধুনিক, দেশের গান থেকে শুরু করে তিনি সিনেমাতেও গেয়েছেন। তবে লালনের গানে তিনি কালজয়ী হয়ে আছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যু সংগীতসহ শোবিজে শোকের ছায়া নামিয়েছে। শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন অনেক তারকা। এক পোস্টে শাকিব লেখেন, ‘লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আমাদের লালনগীতি, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি, যার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’ প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী অদিতি মোহসিন লিখেছেন, ‘চলে গেলেন ফরিদা আপা। অনন্তযাত্রা শান্তির হোক। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’...