নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানান, আগামী বছরের ৫ মার্চ নির্বাচনের পর নতুন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। ৬ মাসের বেশি তিনি এই পদে থাকবেন না। রোববার ১৪ সেপ্টেম্বর সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করে। সুশীলা কার্কি শুক্রবার শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বক্তব্যে বলেন, আমি এই পদের জন্য আগ্রহী ছিলাম না। রাস্তা থেকে আসা কণ্ঠস্বরই আমাকে এই প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করেছে। নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে ৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নেপালের সরকার পতনের মাধ্যমে তিনি এই পদে নিযুক্ত হয়েছেন। নেপালে আন্দোলনকারী নেতাদের সাথে একটি চুক্তির পর কার্কি শপথ গ্রহণ করেন। তিনি বলেন, আমাদের এই প্রজন্মের চিন্তাভাবনা অনুসারে কাজ করতে হবে। তারা যা দাবি করছে তা হল দুর্নীতির অবসান, সুশাসন এবং অর্থনৈতিক সমতা। গত ৮ সেপ্টেম্বর...