আর কয়েকঘণ্টা পর এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে দর্শকদের জন্য কঠোর নিয়ম-কানুন ঘোষণা করেছে দুবাই পুলিশ। কেউ নিয়ম ভাঙলে তাকে আইন অনুযায়ী কঠিন শাস্তি দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ম্যাচ শুরু হওয়ার তিন ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খোলা হবে এবং প্রবেশের সময় প্রত্যেক দর্শককে বৈধ টিকিট প্রদর্শন করতে হবে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। স্টেডিয়ামের বাইরে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করা যাবে না। নির্ধারিত পার্কিং এলাকা ব্যবহার করতে হবে এবং একবার প্রবেশের পর স্টেডিয়াম থেকে বের হয়ে পুনরায় প্রবেশের সুযোগ থাকবে না। ইভেন্ট সিকিউরিটি কমিটি দর্শকদের খেলোয়াড়সুলভ আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শৃঙ্খলাপূর্ণ ভাবমূর্তি রক্ষা করতে সকল নিয়ম-কানুন মানার ওপর জোর দিয়েছে।...