দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস, প্রধান মুফতি ও সদরুল মুহতামিম প্রবীণ আলেম মুফতি হাফেজ আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রামের একটি হাসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।মুফতি হাফেজ আহমদুল্লাহর ইন্তেকালে জামিয়া পটিয়াসহ সারাদেশের আলেম-উলামার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ৯টায় পটিয়া পৌর সদরের জামিয়ার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে তার ছাত্র-ভক্ত-অনুরাগীসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে মাদ্রাসা সূত্রে জানা গেছে ।মুফতি হাফেজ আহমদুল্লাহ ১৯৪১ সালের ১২ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মুহাম্মদ ইসা। তার নানা মুজাহিদে মিল্লাত মাওলানা শাহ আহমদ হাসান (রহ.) ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল...