স্বৈরাচার ফেরার সব রাস্তা বন্ধ করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘এই ঐকমত্য কমিশন সারা বিশ্বে নজির হয়ে থাকবে। যদি সবাই ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আগামী নির্বাচন হবে মহাউৎসবের, নবজন্ম হবে। স্বৈরাচার ফেরার সব রাস্তা বন্ধ করতে হবে, সেক্ষেত্রে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’ সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘স্বৈরাচার যেন আর কোনোভাবেই ফিরে আসতে না পারে, সেজন্যই এত সংস্কার। সেজন্য সবাইকে একমত হতে হবে। এতে দ্বিমতের কোনো সুযোগ নেই। এখান থেকেই উৎসব শুরু, সেখান থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।’ এর আগে, দুপুরে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।...