ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে দাঁড়িয়েছিলেন রাকিবুল হাসান নামের এক প্রার্থী। নির্বাচনে তিনি মাত্র একটি ভোট পেয়েছেন। যিনি ভোট দিয়েছেন তাকে খুঁজে বেড়াচ্ছেন রাকিবুল। কারণ, তাকে বিয়ে করতে চান।ফলাফলের তালিকায় দেখা গেছে, রোকেয়া হল থেকে তিনি একটি ভোট পেয়েছেন। ফলে ভোটারকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টে রাকিবুল উল্লেখ করেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান, যদিও তার খোঁজ এখনো তিনি পাননি।রাকিবুল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি জানান, একদিন ডাকসুতে নির্বাচন করার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। সেই সুযোগ আসায় নির্বাচনে অংশগ্রহণই তার কাছে বড় বিষয় হয়ে ওঠে। সবার কাছে পরিচিতি পাওয়ার জন্য তিনি ভিপি পদে প্রার্থী হন। তবে নিজের ভোট যাতে বিফলে না যায় সেজন্য তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত...