সদ্যপ্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্তানে দাফন করা হবে। তার মা-বাবার কবরে তাকে দাফন করা হবে। কবর খনন ও প্রস্তুতের কাজ করছে গোরস্থান কর্তৃপক্ষ। তবে কখন জানাজা ও দাফন হবে সেই তথ্য নিশ্চিত করতে পারেনি গোরস্তান কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, মাগরিবের নামাজের পর জানাজা ও দাফন হতে পারে। লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর খবরে শিল্পী, কলাকুশলীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে শিল্পীর মরদেহ নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে; সেখানে...