মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও রোববার (১৪ সেপ্টেম্বর) ইসরাইলে পৌছেছেন। কাতারে হামলার ঘটনায় ইসরাইল ব্যাপক সমালোচনার মুখে পড়লেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরাইলের প্রতি অটল সমর্থনের বার্তা নিয়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। গত মঙ্গলবার দোহায় বিলাসবহুল এলাকায় হামাস নেতাদের বৈঠকে ইসরাইলের নজিরবিহীন হামলার ঘটনায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। মার্কিন ঘনিষ্ঠ মিত্র কাতারে এ ধরনের হামলা ইসরাইলের জন্য এটিই প্রথম, যা গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়াকে নতুন করে জটিল করে তুলেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সফরে রওনা হওয়ার আগে রুবিও সাংবাদিকদের বলেন, ট্রাম্প হামলায় ‘খুশি নন’। তবে এটি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মৌলিক ভিত্তি বদলে দেবে না। তিনি আরও বলেন, এই হামলার প্রভাব নিয়ে আমাদের অবশ্যই ইসরাইলের সঙ্গে কথা বলতে হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামলা প্রসঙ্গে বলেন, শীর্ষ হামাস...