গাইবান্ধার সাঘাটা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টিতেই অলিগলি ও চারপাশের প্রবেশ পথ হাঁটুপানি ও কাদায় তলিয়ে যায়। এতে স্কুলগামী শিশু থেকে শুরু করে হাসপাতালে আসা রোগীসহ সব শ্রেণির মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। গত দুইদিনের হালকা বৃষ্টিতেই বাজারের চারপাশের গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলো পানিতে ডুবে গেছে। নোংরা পানি ও কর্দমাক্ত রাস্তা পেরিয়ে চলাচল করতে গিয়ে মানুষকে পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে। সাঘাটা বাজার শুধু উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্রই নয়, এটি সদর এলাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকার আশেপাশে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিগ্রী কলেজ, থানা, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, একাধিক কিন্ডারগার্টেন এবং অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। অথচ এই গুরুত্বপূর্ণ এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা বেহাল দশায়...