চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রথম দল হিসেবে প্যানেলের নাম ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। তাদের প্যানেলের নাম ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমান। এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন বলেন, আমরা দলের সবাই মিলে ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’ নামে আমাদের প্যানেল ঘোষণা করেছি। আপাতত এককভাবে পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে সে ব্যাপারে আমরা ভেবে দেখব। এদিকে এখন পর্যন্ত মোট ৯টি প্যানেল হওয়ার গুঞ্জন আছে। এগুলো হলো-শিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল প্যানেল, বাগছাস প্যানেল, ছাত্র অধিকার পরিষদ প্যানেল, পাহাড়ি শিক্ষার্থীদের নেতৃত্বে ২টি প্যানেল, বাম সংগঠনগুলোর জোট দ্রোহ পর্ষদ,...