ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শেষ হয়েছে চলতি মাসের ৯ তারিখে এবং ফলাফল ঘোষিত হয়েছে ১০ তারিখ সকালে। ঘোষিত ফলাফলের সঙ্গে হলগুলোর ভোট সংখ্যা প্রকাশের পর প্রার্থীদের প্রাপ্ত ভোটের যোগফল মিলছে না বলে অভিযোগ করেছেন একাধিক প্রার্থী। অনিয়মের অভিযোগ তুলে একাধিক প্রার্থী দিয়েছেন ফেসবুক স্ট্যাটাসও। তবে নির্বাচন কমিশন বলছে, ‘ঘোষিত ফলাফলে টাইপিং মিসটেক ছিল’। অভিযোগ করে প্রতিরোধ পর্ষদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রার্থী ফারিয়া মতিন ইলা ফেসবুকে লিখেছেন, ‘নির্বাচনে আমার সর্বমোট ভোট দেখায় ২১৪৭। কিন্তু সবগুলো হলের ভোট সংখ্যা গণনার পর যা দাঁড়ায় তা ২১৬১। তাহলে এই যে ২১৬১ থেকে ২১৪৭ হয়ে যাওয়ার যে বিষয়টা, সেইটার মানে কী? এবং কীভাবে এডজাস্ট হইলো এই ভোটটা? এই হইলো অবস্থা। হলের ভোট তো গোণারও অপশন নাই। হলে হলে যে ভোট...