যার কণ্ঠে লালন সাঁইয়ের গান বাঙালি মধ্যবিত্তের হৃদয় ছুঁয়েছে, ছড়িয়ে গেছে বিশ্বমঞ্চে, সেই ফরিদা পারভীনের কণ্ঠ থেমে গেছে চিরতরে। এই শিল্পীর প্রয়াণে প্রিন্স মাহমুদ থেকে রুনা লায়লা, বাপ্পা মজুমদার থেকে আবিদা সুলতানা, মনির খান, কবি আলম আরা জুঁই থেকে অভিনেত্রী চিত্রলেখা গুহ– অনেক তারকাই ভেসেছেন স্মৃতির আবেগে। কেউ লিখেছেন কান্নার কথা, কেউ গেয়ে উঠেছেন তারই গান, কেউ আবার স্মরণ করেছেন তার রেখে যাওয়া স্মৃতির কথা। নজরুল, আধুনিক ও দেশের গান গাইলেও লালন ফকিরের গানেই নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছিলেন ফরিদা পারভীন। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবদন্তি এই শিল্পীর জীবনাবসান ঘটে। ‘আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পড়ে লয়ে যাও আমায়’– লালন সাঁইয়ের গানের এই কথার মতই চলে গেলেন ফরিদা পারভীন। লালনের গান ছাড়াও ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই...