জেন জি’র দুই দিনের বিক্ষোভে নেপালের পর্যটন খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ৮ থেকে ৯ সেপ্টেম্বরের এই আন্দোলনে হোটেল ভাঙচুর, যাতায়াত ব্যাহত হওয়া এবং ব্যাপক বুকিং বাতিলের কারণে আনুমানিক ২৫ বিলিয়ন বা ২,৫০০ কোটি রুপির ক্ষতি হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) নেপালের ইংরেজি দৈনিক দ্য হিমালয়ান টাইমসের একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। পর্যটনের শীর্ষ মৌসুম শুরুর ঠিক আগে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা শঙ্কিত হলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। এদিকে, নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। দেশব্যাপী বহাল থাকা কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এ সুবাতাসের মধ্যেই নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলের কাছে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন।...