নিজস্ব প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব পাশ ঘেঁষে বয়ে যাওয়া বংশী নদীর ফোর্ডনগর এলাকায় খনন কাজ চলছে। বিআইডব্লিউটিএ’র নদী খননের মাটি মজুদ রাখা নিয়ে এলাকাবাসী আপত্তি জানিয়েছে। আকতার ফার্ণিচারের দখলে নেয়া বিরোধপূর্ণ ওই খাস জমিতে বিআইডব্লিউটিএ মাটি ভরাটের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতিমধ্যেই পাইপ ফেলে মেশিনারীজ এনে জনবলও নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সুদৃষ্টি না দিলে ওই জায়গা মাটি ভরাট করে তাদের দখলে নিবেন আকতার ফার্ণিচার। তবে এ নিয়ে প্রতিবাদমুখর বাসিন্দা ও আকতার ফার্ণিচারের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই। বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপও কামনা করছেন নদী তীরবর্তী লোকজন। সরেজমিনে রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত সময়ে আকতার ফার্ণিচারের দখলে নেয়া জায়গাটি প্রশাসনের পক্ষ থেকে বাধা দিয়ে সীমানা নির্ধারণ করে...