শ্রমজীবীদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা বৃষ্টির কারণে তাদের আয়-রোজগার কমে গেছে। যারা রিকশা চালান তারা যাত্রী পাচ্ছেন না। সিএনজি অটোরিকশা বা অন্য যানবাহনগুলোতেও যাত্রীর চাপ কম। এছাড়া যারা ছোটোখাটো ব্যবসা করে সংসার চালান টানা বৃষ্টিতে আয়-রোজগার কমায় তারাও পড়েছেন বিপাকে। পুরানা পল্টন মোড়ে কথা হয় রিকশাচালক হায়দার আলীর সঙ্গে। জাগো নিউজকে বলেন, ‘সকাল থেকে ভাড়া বেশি পাইনি। বৃষ্টির কারণে রাস্তায় মানুষের চলাচল কম। সকালে অফিস টাইমে কিছু ভাড়া ছিল, কিন্তু তখন যানজটের কারণে দু-একটির বেশি ভাড়া ধরা যায়নি। আজ সারাদিনে ৫০০ টাকা নিয়েও ঘরে ফিরতে পারবো না।’ টানা বৃষ্টিতে গরম কমছে না, গরমে ক্লান্তির কথা জানিয়ে রিকশাচালক তবারক উল্লাহ বলেন, ‘দুপুরের পর বৃষ্টি কিছুটা কমছে, কিন্তু গরম না কমায় একটানা শরীর ঘামছে। ক্লান্ত হয়ে পড়ছি। সকাল থেকে...