ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের জন্মদিন আজ। ক্রিকেটবিশ্বে তিনি পরিচিত ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নামে। তার ব্যাট যেন এক অদ্ভুত জাদুর কাঠি-যেকোনো দিকেই বল পাঠাতে পারেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে দেরিতে অভিষেক হলেও, খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায়। জন্মদিনে তাই ভক্তরা আবারও স্মরণ করছে তার সেই লড়াই, প্রতিভা আর সাফল্যের গল্প। ছবি: তারকার ফেসবুক থেকে ১৯৯০ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম সূর্যকুমারের। ছোটবেলা থেকেই ব্যাট হাতে খেলায় ডুবে থাকতেন তিনি। পরিবারও বুঝতে পেরেছিল তার ভেতরে লুকিয়ে আছে অন্যরকম প্রতিভা। স্থানীয় মাঠ থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেট, তারপর মুম্বাইয়ের ঘরোয়া টুর্নামেন্ট-সবখানেই নিজেকে আলাদা করে চিনিয়ে দেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাকে টেনে আনে আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও প্রকৃত আসল সূর্যকুমারকে দেখা...