পুঁজিবাজার ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৯ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে। গত ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৫ সালে দিয়েছে ৫২৫ শতাংশ নগদ, ২০২৪ সালে দিয়েছে ৫০০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৪০০ শতাংশ নগদ, ২০২২ সালে ৪০০ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৬ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত...