বাংলাদেশের ওষুধশিল্পে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলো গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত করোনা প্রতিরোধী এমআরএনএ-ভিত্তিক টিকা ‘বঙ্গভ্যাক্স’ যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব (পেটেন্ট) লাভ করেছে। দেশের স্বাধীনতার পর এটাই প্রথমবার কোনো টিকা বা ওষুধ উদ্ভাবন যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব স্বীকৃতি পেলো। রোববার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে গ্লোব বায়োটেকের প্রধান গবেষক ড. কাকন নাগ এ তথ্য জানান। তিনি বলেন, এটি কেবল একটি টিকার পেটেন্ট নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। টিকার যাত্রাগ্লোব বায়োটেক ২০১৫ সাল থেকে জিনভিত্তিক চিকিৎসা ও জটিল রোগের আধুনিক ওষুধ তৈরির গবেষণায় কাজ করছে। করোনা মহামারির সময় ড. কাকন নাগ ও ড. নাজনীন সুলতানার নেতৃত্বে ‘বঙ্গভ্যাক্স’ তৈরি শুরু হয়। ২০২০ সালে টিকার জেনেটিক কোড যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের ন্যাচার সাময়িকীতে বৈজ্ঞানিক প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্রের...