বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনবর্হালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সরকারি অফিসগুলোতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ৯টায় আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও জেলা জজ আদালতের প্রধান ফটকে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করে। এতে সরকারি অফিসগুলোর দিনের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। অবস্থান কর্মসূচিতে বিপাকে পড়েন সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা। অফিসগুলোতে মানুষের উপস্থিতি ছিল কম। এদিকে সোমবার সকাল থেকে শুরু হওয়া হরতাল কর্মসূচিতে কিছুটা পরিবর্তন এনেছে আন্দোলনে থাকা সর্বদলীয় সম্মিলিত কমিটি। বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম বলেন, “সাধারণ মানুষের কথা বিবেচনা করে আগামী তিন দিনের হরতাল কর্মসূচির কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সোমবার প্রথম দিন সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। “এরপর মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল হবে। এই হরতাল চলাকালে...