রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো মূলধন সংকটে থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উৎসব বা উৎসাহ বোনাসের বিলাসিতা থামছে না। ক্ষেত্র বিশেষে বেতনের আড়াইগুণ থেকে ছয়গুণ পর্যন্ত বোনাস নিচ্ছেন প্রতিষ্ঠানের কর্মীরা। তাদের এ বিলাসী উৎসাহ বোনাসের লাগাম টানতে চায় অন্তর্বর্তী সরকার। সূত্র জানিয়েছে, ব্যাংকের বোনাস বিলাসিতার লাগাম টানতে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে একাধিক বৈঠক করেন এফআইডির সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে উঠে আসে ইতঃপূর্বে ব্যাংকগুলো থেকে বছরে সর্বোচ্চ ৬টি বোনাস নেওয়ার ঘটনাও। কোনো কোনো ব্যাংক সর্বনিম্ন বেতনের আড়াইগুণ পর্যন্ত বোনাস নিয়েছে। উৎসব বোনাসের নামে এ বিলাসিতা জনগণের অর্থের ক্ষতি-তা উঠে আসে বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) রিপোর্টেও। জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক যুগান্তরকে জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নির্ধারিত উৎসব বোনাসের বাইরে আরও একাধিক ইনসেনটিভ বোনাস নিচ্ছে। সেটি এখন যৌক্তিক পর্যায়ে...