জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। কর্মসূচির মধ্যে আছে- ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল। রোববার সকালে ঢাকার নয়া পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আমির মুহাম্মাদ মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “আমাদের পাঁচ দফা দাবি কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়, এগুলো দেশের জনগণের অধিকার এবং ন্যায়পরায়ণতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। জনগণ যেন অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে—এটি নিশ্চিত করতেই আমরা এই দাবি উত্থাপন করছি। পাঁচ দফা দাবি দেশের ভবিষ্যতের জন্য ন্যায়, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির প্রতিফলন। “সেই লক্ষ্যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আশা করি, সরকার জনগণের এ দাবিগুলোকে...