১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা যখন পালিয়ে যায় কোনো দেশ তাকে গ্রহণ করেননি, ভারত করেছে। রবিবার ( ১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা এবং বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের গত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে পরিষ্কার বলেছে ৭১ যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, তিনি কিন্তু একবারও বলেনি মুক্তিযুদ্ধ এবং বলবেই বা কেন, তারা চেয়েছিলেন পাকিস্তান ভাঙতে এবং ভাঙছে, আমাদের স্বাধীনতার জন্য তারা করেননি। আলতাফ হোসেন চৌধুরী বলেন, শেখ হাসিনাকে ভারত...