প্রাথমিক পর্যালোচনার ফলাফল ফরম জমা দেওয়ার পর অনলাইনে আবেদনটির প্রাথমিক পর্যালোচনা সম্পন্ন হবে। ফলাফল অনুযায়ী নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে౼‘সংশোধন’ বা ‘পরিপূরক নথি প্রয়োজন’ হলে, সংশ্লিষ্ট তথ্য দ্রুত সংশোধন বা সংযোজন করে পুনরায় জমা দিতে হবে।‘ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি’ জানানো হলে, নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।‘অনলাইন পর্যালোচনা সম্পন্ন’ ফলাফল পাওয়া মানে প্রাথমিক অনুমোদন হয়েছে।পাসপোর্ট জমা ও বায়োমেট্রিকপ্রাথমিক অনুমোদনের পর আবেদনকারী বা তার প্রতিনিধি চায়নিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে গিয়ে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ সময় আঙুলের ছাপ দেওয়া (যদি প্রযোজ্য হয়) এবং ভিসা ফি পরিশোধ করতে হবে। এ জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।বিশেষ ছাড়নোটিশে বলা হয়, ১৪ বছরের কম বয়সী বা ৭০ বছরের বেশি বয়সের আবেদনকারী, যারা গত পাঁচ বছরের মধ্যে একই পাসপোর্টের...