১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম গোপালগঞ্জের কাশিয়ানী প্রেসক্লাব দীর্ঘ ২৮ বছর ধরে একটি নির্দিষ্ট সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিভেদ সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা নিজামুল আলম মোরাদ গত ২৮ বছর ধরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ দখল করে রেখেছেন। এ দীর্ঘ সময়ে প্রেসক্লাবে কোনো স্বচ্ছ ও গণতান্ত্রিক ভোটগ্রহণ হয়নি। কাগজে-কলমে নির্বাচন দেখিয়ে তিনি বছরের পর বছর এই পদটি কুক্ষিগত করে রেখেছেন। ফলে নতুন নেতৃত্ব তৈরি বা ভিন্ন মতাদর্শের সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ দেওয়া হয়নি। এই পরিস্থিতি সাংবাদিক সমাজে বিভাজন বাড়াচ্ছে এবং নতুন নতুন সাংবাদিক সংগঠন গড়ে উঠছে। জানা গেছে, ১৯৮৩ সালের স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রেসক্লাবটি গড়ে উঠে। এরপর ২০১৬ সালে তৎকালীন ইউএনও...