স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) দীর্ঘ ২৭ বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে। সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও এরপর আর কোনো নির্বাচন আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।প্রায় আড়াই দশক ধরে ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি ও অধিকারের বিষয়ে কথা বলার কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না।ফলে আবাসন সংকট, শিক্ষাব্যয় নিয়ন্ত্রণ, উন্নত ডাইনিং সুবিধা, সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি ও ছাত্র-উপবৃত্তি বৃদ্ধির মতো বিষয়ে শিক্ষার্থীদের মতামত প্রশাসনের কাছে প্রাধান্য পাচ্ছে না। যদিও প্রতি বছরই শিক্ষার্থীদের কাছ থেকে সংসদ ফি নেওয়া হচ্ছে। অন্যদিকে, বাকসুর জন্য বরাদ্দ ১৬টি কক্ষ এখন অন্য কাজে ব্যবহার করা হচ্ছে।সম্প্রতি বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আবারও বাকসু নির্বাচনের দাবিতে সরব হয়েছেন। গণভোট আয়োজন, উপাচার্যের কাছে...