নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ও দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি বলেছেন, আমার দল এবং আমি ক্ষমতার স্বাদ নিতে এখানে আসিনি। ৬ মাসের বেশি আমরা থাকব না। নতুন সংসদের হাতে দায়িত্ব তুলে দেব। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সফল হতে পারব না। ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন। খবর এনডিটিভি ও দ্য কাঠমান্ডু পোস্ট-এর। এর আগে রবিবার সকালে ‘সিংহ দরবার’-এ দায়িত্ব নেওয়ার আগে তিনি লাইনচৌড়ের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দেশজুড়ে দুর্নীতিবিরোধী জেন-জি আন্দোলনের প্রশংসা করেন, নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে নিহতদের শহীদ ঘোষণা করা হবে বলে জানায় সরকার। আহতদের চিকিৎসার সব খরচ এবং আর্থিক সহায়তাও দেবে অন্তর্বর্তী সরকার। দ্য হিমালয়ান...