বেসামিরক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য প্রশাসন এস এম লাবলুর রহমানকে নিয়ে অস্বস্তিতে পড়েছে। সদ্য অর্থ থেকে প্রশাসনে যাওয়া এই কর্মকর্তা বিগত ২০১৮ সালের নির্বাচনের পর সরকারিভাবে ফ্ল্যাট উপহার পাওয়ার ঘটনা ফাঁস হওয়ার পর থেকে এই অস্বস্তি তৈরি হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বেবিচকের কর্মচারীদের আন্দোলনের সময় তার ছবিসহকারে ব্যানার টাঙিয়ে প্রত্যাহার দাবি করা হয়েছিল। পরবর্তীতে তিনি সেটি ম্যানেজ করে নেন। অতি সম্প্রতি এই কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগও দায়ের করে প্রত্যাহারের দাবি করেছেন বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশ নিলেও অভিযোগ ওঠে ওই ভোট রাতেই হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠ পেয়ে সরকার গঠন করে। এরপর নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ে...