পিরোজপুরের মঠবাড়িয়ায় নাসির উদ্দিন আহমেদ (৬৮) নামের এক স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যুতে তার একমাত্র ছেলে রিয়াজ উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহতের বোন মাসুমা পারভীন শনিবার (১৩ সেপ্টেম্বর) বাদী হয়ে ভাতিজা রিয়াজ উদ্দিন ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন। থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে রিয়াজকে উপজেলার দাউদখালী এলাকা থেকে আটক করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১২ জুলাই শনিবার সকালে মঠবাড়িয়া কে এম লতিফ ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক নাসির উদ্দিন আহমেদ পৌর শহরের সমবায় মার্কেটস্থ নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। ওইদিন বিকেলে তার একমাত্র ছেলে রিয়াজ মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন এবং মাইকিংয়ের মাধ্যমে খোঁজার চেষ্টা করেন। ১৩ জুলাই রবিবার বিকেলে স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠের সভা মঞ্চে মৃতদেহ পড়ে থাকতে দেখে ইসমাইল নামে একজন...