ডেটা অ্যানোটেশন বিভাগ থেকে পাঁচশ কর্মী ছাঁটাই করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ এক্সএআই। শুক্রবার বিজনেস ইনসাইডার প্রতিবেদনে লিখেছে, নিজেদের ডেটা অ্যানোটেশন বিভাগ থেকে অন্তত পাঁচশ কর্মী ছাঁটাই করেছে এক্সএআই। এ বিভাগটি কোম্পানির গ্রক চ্যাটবট বিকাশে সহায়তা করে। বিজনেস ইনসাইডারের দেখা একাধিক বার্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন বাণিজ্য প্রকাশনাটি প্রতিবেদনে লিখেছে, শুক্রবার রাতে এক্সএআই কর্মীদের ইমেইলের মাধ্যমে বলেছে, সাধারণ এআই টিউটরদের টিম ছোট করে আনার পরিকল্পনা চলছে। একই প্রকাশনা বছরের শুরুতে এক প্রতিবেদনে লিখেছিল. এক্সএআইয়ের মোট কর্মী সংখ্যা প্রায় এক হাজার দুইশ। সে হিসাবে প্রায় ৪০ শতাংশ বা প্রতি ৫ কর্মীর মধ্যে ২ জনকেই ছাঁটাই করেছে মাস্কের এক্সএআই। বিজনেস ইনসাইডারের মন্তব্যের অনুরোধ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টের কথা উল্লেখ করে এক্সএআই বলেছে, বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগের পাশাপাশি...