জমি লিখে না দেওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় বাবাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আরও দুজনকে সাজা দেওয়া হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩) আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুল লতিফ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবু সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। একই মামলায় ইদ্রিস আলীর দ্বিতীয় স্ত্রী রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী ইসমত আরাকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২০ সালের ৪ মার্চ দুপুরে সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুর থেকে ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রেজাউল করিম লাবু অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত চলাকালে পুলিশ জানতে পারে, জমি সংক্রান্ত বিরোধের কারণে স্বজনরাই ইদ্রিস...