যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনীত প্রার্থী জোহরান কোয়ামে মামদানি ঘোষণা করেছেন, তিনি জয় পেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন। জোহরান মামদানি বলেন, নেতানিয়াহু যদি নিউইয়র্ক শহরে ঢোকেন, তাকে গ্রেপ্তার করা হবে।এটি আমার এমন প্রতিশ্রুতি, যেটি আমি বাস্তবায়ন করতে চাই। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। কে এই জোহরান মামদানিনিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনের এই প্রার্থী নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টদের একজন প্রভাবশালী নেতা। তার জন্ম উগান্ডায়, কিন্তু বেড়ে উঠেছেন নিউইয়র্ক সিটিতে। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে তিনি শ্রমজীবী মানুষের পক্ষে ধারাবাহিকভাবে লড়াই করে যাচ্ছেন। ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে অনশনে বসে তিনি পরিবর্তনশীল ঋণ মুক্তির জন্য ৪৫০ মিলিয়ন ডলারের বেশি জোগাড় করেন। একই সঙ্গে রাজ্য বাজেটে বাড়তি সাবওয়ে সেবার জন্য ১০০ মিলিয়ন ডলারের...