ঢাকা: রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে পৃথক দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে, এতে একজন ট্রেনচালক নিহত হয়েছেন এবং রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো এ তথ্য নিশ্চিত করেছেন।এই ঘটনা ঘটে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে, যখন পশ্চিমাঞ্চলীয় ওরিওল অঞ্চলের রেললাইনে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে তিনজন নিহত হয়েছিলেন। ওই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লেনিনগ্রাদ অঞ্চলে ট্রেন লাইনচ্যুতির এ ঘটনা ঘটে।গভর্নর দ্রোজদেনকো টেলিগ্রামে জানান, গ্যাচিনা জেলায় সেমরিনো স্টেশনের কাছে একটি ডিজেল লোকোমোটিভ লাইনচ্যুত হয়। এতে ট্রেনচালক কেবিনে আটকা পড়েন এবং উদ্ধারকর্মীরা তাকে বের করার পর অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলে ১৫টি খালি ট্যাংকবাহী বগি নিয়ে চলা একটি মালবাহী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি। দ্রোজদেনকো বলেন, “ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।”সাম্প্রতিক সময়ে রাশিয়ার রেল নেটওয়ার্কে একের...