ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলে টানা দুইদিন বৃষ্টি ও উজানের ঢলের কারণে এ অঞ্চলে বিভিন্ন নদীর পানি বেড়েই চলছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ফুঁসে উঠছে তিস্তা নদী। সরেজমিনে দেখা গেছে, উজানের জলপাইগুড়ি, কোচবিহার থেকে মেখলিগঞ্জ ও বাংলাদেশের নীলফামারী, লালমনিরহাট, রংপুর,কুড়িগ্রাম পর্যন্ত ফুলে-ফেঁপে উঠেছে খরস্রোতা নদীটি। এদিন দুপুর ১২টার দিকে ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার (৬৫.৯৫) শূন্য দশমিক ১৮ সেন্টিমিটার (৬৬.১৩) উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে খবরে বলা হয়েছে। যা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। সেখানকার তিস্তায় রেজ অ্যালাট জারি করা হয়েছে। এদিকে গত ৪৮ ঘণ্টায় তিস্তায় ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রবিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়াস্থ তিস্তা ব্যারাজ পয়েন্টে ৯ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার...