এবার এই ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে এলেন দিশা পাটানি। কী প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী? এই মুহূর্তে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ব্যস্ত দিশা। বরেলির বাড়িতে হামলা চলার সময় সেখানেই ছিলেন অভিনেত্রী। সামাজিকমাধ্যমে ইতোমধ্যেই ভাগ করে নিয়েছেন নিউ ইয়র্কের ইভেন্টের নানা ঝলক। সেখানেই দেখা যাচ্ছে দিশাকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে। কালো লং ড্রেসে ধরা দেন দিশা। বিদেশের মাটিতে হাসিমুখে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য বিনিময় করতে দেখা গেছে দিশাকে। তার সেই পোস্টে মন্তব্য করেছেন তারকারা। মৌনি রায় কমেন্টে লেখেন, ‘মাই বেবি’, জ্যাকলিন...