কাতারে হামাস কর্মকর্তাদের গুপ্তহত্যার জন্য স্থল অভিযান চালানোর যে পরিকল্পনা ইসরায়েল করেছিল, গোয়েন্দা সংস্থা মোসাদ তাতে সায় দেয়নি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গত মঙ্গলবার হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল ১৫টি যুদ্ধবিমান এবং ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওয়াশিংটন পোস্ট বলছে, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া কাতারে গুপ্তহত্যার পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। মোসাদ মত দিয়েছিল, এমন হামলা হলে কাতারের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হতে পারে। মোসাদ স্থল অভিযানের পরিবর্তে সময় নিয়ে কাজ করার পক্ষে ছিল। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি আলোচনায় ধৈর্য হারাচ্ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময়েই হামাস নেতারা এক জায়গায় জড়ো হয়েছিলেন। সম্প্রতি হামাসের আক্রমণে চার সৈন্য নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েল এই হামলা চালায়। হামাস জানিয়েছে, হামলার পরও হামাসের ভারপ্রাপ্ত নেতা খলিল আল-হাইয়াসহ শীর্ষ...