শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটিই হতে পারতো টাইগারদের সুপার ফোরে ওঠার সিঁড়ি। পারলো না বাংলাদেশ। বড় হারে এশিয়া কাপের দ্বিতীয়পর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ধূসর হয়ে গেছে। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও রানরেটের মারপ্যাঁচে পড়তে হবে লিটন দাসদের। বাংলাদেশের লোয়ার মিডল অর্ডার ব্যাটার জাকের আলী স্বীকার করেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের দ্বিতীয় গ্রুপ ম্যাচে বাংলাদেশের টপ-অর্ডারের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে, যার ফলে তারা বোর্ডে প্রতিদ্বন্দ্বিতামূলক রান তুলতে পারেনি দল। এই ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে। ১৪.৪ ওভারেই ১৪০ রানের লক্ষ্য সহজেই তাড়া করে ফেলে তারা। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো তারা শূন্য রানে দুই উইকেট হারায়। মিডলঅর্ডারও ব্যর্থতার পরিচয় দিলে এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৫৩। সেখান থেকে জাকের আলী...