ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগের এক নারী। তবে সুস্থ আছেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে শিশুদের মা। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে ৬ সন্তানের জন্ম হয়। হাসপাতালে প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। প্রিয়ার গর্ভধারনের ২৭ সপ্তাহ চলছিল। এলাকাতেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন৷ সেখানে আল্ট্রাসানোগ্রাফির মাধ্যমে জানতে পারি, এক দুটি নয়; পাঁচ সন্তান গর্ভে রয়েছে তার। তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রিয়া নিজের বড় বোন লিপির বাসায় আসেন। সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। সর্বশেষ গতরাতে ব্যথা শুরু হলে দ্রুত ঢাকা মেডিকেলের এনে ভর্তি করা হয়। রবিবার সকাল ৯টার দিকে নরমালে ৬ সন্তান প্রসব...