জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের মাধ্যমে সে আকাঙ্ক্ষা পূরণ হলো।’ রোববার (১৪ সেপ্টেম্বর) জাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৩ বছর পর জাকসু পেয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষিত হবে। ১৯৭১ ও ২০২৪ এর চেতনাকে ধারণ করে জাকসুর নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে, শিক্ষার্থীদের কল্যাণে এবং একটি গণতান্ত্রিক, সমন্বিত ও নিরাপদ ক্যাম্পাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠনমূলক যে কোনো প্রয়াসে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’ উপাচার্য...