এ ছাড়া ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে বিভিন্ন স্থানে আটকা পড়ে ৩টি ট্রেন। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করায় বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের পাশাপাশি সড়ক ও নৌপথ অবরোধ করা হয়। সকাল থেকে পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিএন্ডবি মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, বাড়ে ভোগান্তি। বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ও উপজেলার সব সরকারি অফিস-আদালত ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সংসদীয় আসনের সীমানা ইস্যু নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সড়ক আটকে জনভোগান্তি মেনে নেওয়া হবে...