রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আরও দুটি ‘অপূর্ণাঙ্গ স্বতন্ত্র প্যানেল’ ঘোষণা করা হয়েছে। ‘ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’ এবং ‘ইউনাইটেড ফর রাইটস’ নামে দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে একটা এবং দেড়টায় পৃথক দুই সংবাদ সম্মেলনে এ প্যানেলের ঘোষণা দেওয়া হয়। স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি পদে রয়েছে আশিকুল্লাহ মুহিব, জিএস পদে আব্দুল মুকিত, তথ্য ও গবেষণা সম্পাদক ছাত্র ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং কার্যনির্বাহী সদস্য পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের জোটে অন্যান্য পদে কোনো প্রার্থী তারা দেননি। অন্যান্য পদে স্বতন্ত্র প্রার্থীদের তাদের প্যানেলে সমন্বয়ের আহ্বান করেছেন। জোটের ভিপি প্রার্থী আশিকুল্লাহ মুহিব বলেন, ‘দলীয় প্রার্থী এবং প্যানেলের অর্থনৈতিক ও লজিস্টিক সাপোর্ট রয়েছে। আমাদের মতো স্বতন্ত্র প্রার্থীদের সেই সহায়তার জায়গা...