সিলেট বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। মৌলভীবাজার জেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে গত ১২ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই শেরপুরমুখী মানুষের ঢল নামে। দুপুর নাগাদ নদীর দুই তীরজুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশ নেয় সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার ১১টি নৌকা। আড়াই কিলোমিটার দীর্ঘ নদীপথের (আলীপুর থেকে শেরপুর অক্সিঘাট) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মরম আলীর নৌকা। দ্বিতীয় স্থান লাভ করে সুনামগঞ্জের এশকের তরি এবং তৃতীয় হয় সিলেটের কানাই শাহ তরি। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানারআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ফ্রিজ প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের...