১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এর বিচারক মো.নুরুজ্জামান ৪৬৮ ধারা অপরাধ আমলে নিয়ে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান বলেন, সিআইডি'র তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল প্রমানিত হওয়ায়, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিজ্ঞ আদালত। তবে এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঠাকুরগাঁও জেলার এস আই মো: ইকবাল হোসেন আদালতে ভুয়া তদন্ত প্রতিবেদন দাখিল করলে, বাদী নারাজি দেন। পরে বাংলাদেশ পুলিশ ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কে তদন্ত দেয় আদালত। আদালতে মামলা সূত্রে জানা যায়, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম...