নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে। এ নিয়ে এই ঘটনায় চার জনের মরদেহ উদ্ধার করা হলো।আরো পড়ুন:গোপালগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারমানিকগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার উদ্ধার করা লাশটি হলো আন্ধাইর গ্রামের সামসু মিয়ার মেয়ে সামিয়ার (১১)। এর আগে, গত শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ হয় শিশুসহ চারজন। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।’’ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার উপজেলার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার...